টিকিট বিতর্কে ম্যাচ ফিক্সিং অভিযোগ রাজস্থানের পূর্ণ নিন্দা

টিকিট বিতর্কে ম্যাচ ফিক্সিং অভিযোগ রাজস্থানের পূর্ণ নিন্দা

খেলা

আইপিএলের চলতি মরসুমে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (আরসিএ) অ্যাড-হক কমিটি আহ্বায়ক জয়দীপ বিহানি। দুটি মেলবে—দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে—হারার পরই তিনি “অস্বাভাবিক ফল” সন্দেহ করেন।

তবে রাজস্থান রয়্যালস অভিযোগ অযৌক্তিক বলে কঠোর নিন্দা জানিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, “এ ধরনের ভিত্তিহীন মন্তব্য বিসিসিআই, রয়্যাল মাল্টি স্পোর্ট প্রাইভেট লিমিটেড ও রাজস্থান স্পোর্টস কাউন্সিলের সুনাম ক্ষুন্ন করে এবং ক্রিকেটের নৈতিকতার প্রশ্ন তোলে।”

পাশাপাশিই, অভিযোগের প্রকৃত কারণ হিসেবে উঠে এসেছে টিকিট বণ্টন নিয়ে বিরোধ। আরসিএ সাধারণত প্রতি ম্যাচে ১,৮০০ টিকিট পেয়ে থাকে; এ মৌসুমে তা কমে ১,০০০–১,২০০ এ নেমেছে। আরসিএ ভেঙে যাওয়ার কারণে বিসিসিআই নির্দেশ দিয়েছে রাজস্থান স্টেট স্পোর্টস কাউন্সিলের (আরএসএসসি) সঙ্গে সমন্বয় করে সব আয়োজন করার।

রাজস্থান রয়্যালসের একজন কর্মকর্তা জানান, “আরসিএ ছাড়াই আমরা আরএসএসসি-র সঙ্গে কাজ করছি। অতিরিক্ত টিকিট দাবি করে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, তাই কিছু অসন্তুষ্ট সদস্য ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছেন।”

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, “এই ধরনের নাটক নির্বাচনের আগে মনোযোগ আকর্ষণের চেষ্টা। বিসিসিআই’র দুর্নীতি দমন ইউনিট ২৪ ঘণ্টা কাজ করছে—কোনও সত্যতা নেই।”

আট ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস আছে টেবিলের ৮ নম্বরে। শেষ দুই ম্যাচে তারা দু’বারই মাত্র ৬ বলে ৯ রান তোলার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছিল।A

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *