“সব নায়কই তো বিবাহিত”—প্রেম নিয়ে খোলামেলা অভিনেত্রী দীঘি

“সব নায়কই তো বিবাহিত”—প্রেম নিয়ে খোলামেলা অভিনেত্রী দীঘি

বিনোদন

শিশুশিল্পী থেকে পূর্ণদৈর্ঘ্য নায়িকা—প্রার্থনা ফারদিন দীঘির অভিনয় যাত্রা অনেক দিনের। ছোটবেলাতেই তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে আলোচনায় আসেন তিনি। তবে বড় পর্দার নায়িকা হিসেবে শুরুর পর তেমনভাবে সুবিধা করতে পারেননি দীঘি—এমনটাই মনে করেন অনেকে।

তবে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় দীঘির অভিনয় দর্শকের মন ছুঁয়ে গেছে। অল্প সময়ের উপস্থিতিতেই তিনি প্রশংসা কুড়িয়েছেন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রেম ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। এক প্রশ্নে তাকে জিজ্ঞেস করা হয়—কখনো কি সহশিল্পীর প্রেমে পড়েছেন?

উত্তরে দীঘি বলেন,
“প্রেম করব কীভাবে, সব নায়ক তো বিবাহিত! আমি যখনই কোনো সেটে যাই, দেখি বেশির ভাগ নায়কই এনগেজড বা বিবাহিত। এমনকি ইন-আ-রিলেশনশিপ থাকা নায়কদের সঙ্গেই বেশি কাজ হয়েছে। তাই কাজ করতে গিয়ে এমন কিছু অনুভব করার সুযোগই হয়নি।”

তিনি আরও বলেন,
“আমি সবসময় নিজের ফোকাস কাজের ওপর রাখি। যাতে কোনো ব্যক্তিগত অনুভূতি শুটিং সেটে প্রভাব না ফেলে সেদিকে লক্ষ্য রাখি।”

বর্তমানে কাজ ও ক্যারিয়ার নিয়ে সিরিয়াসভাবেই এগোচ্ছেন দীঘি, এমন ইঙ্গিতও মিলেছে তার কথায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *