লরিয়াস অ্যাওয়ার্ডে ইতিহাস গড়লেন বার্সার ইয়ামাল

লরিয়াস অ্যাওয়ার্ডে ইতিহাস গড়লেন বার্সার ইয়ামাল

খেলা

বার্সেলোনা ও স্পেনের তরুণ ফুটবল সেনসেশন লামিন ইয়ামাল জয় করেছেন ২০২৫ সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস-এ বর্ষসেরা উদীয়মান তারকার পুরস্কার। সোমবার (২১ এপ্রিল) মাদ্রিদে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ১৭ বছর বয়সেই এই সম্মান অর্জন করেন তিনি।

এই মরশুমে বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফর্ম করেন ইয়ামাল। লা লিগায় তার ঝুলিতে ছয় গোল ও ১২ অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগেও করেছেন তিন গোল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে গোল করে দলকে শিরোপা এনে দেন তিনি। এছাড়াও, বার্সাকে কোপা দেল রে ফাইনাল ও চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই কিশোর তারকা।

আন্তর্জাতিক পর্যায়েও ইয়ামালের কৃতিত্ব নজরকাড়া। ১৬ বছর বয়সে ইউরো চ্যাম্পিয়নশিপে খেলে স্পেনের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ম্যাচ খেলা ফুটবলার হন তিনি। ১৭তম জন্মদিনের পরদিনই ইউরো চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েন ইয়ামাল।

পুরস্কারের দৌড়ে ইয়ামালকে পেছনে ফেলেছেন ট্র্যাক অ্যাথলেট জুলিয়েন অ্যালফ্রেড, সাঁতারু সামার ম্যাকইনটস, স্প্রিন্টার লেটসিলে তেবোগো এবং এনবিএ তারকা ভিক্টর ওয়েমবানইয়ামাকে।

অন্যদিকে, ক্লাব ফুটবলেও স্পেনের জয়জয়কার। রিয়াল মাদ্রিদ ‘লরিয়াস ওয়ার্ল্ড টিম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে। গত মৌসুমে ক্লাবটি জিতেছে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপিয়ান সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ। পাশাপাশি, টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল পেয়েছেন ‘আইকন’ পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *