
সোমবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে খবর—চিত্রনায়িকা ববিতা গুরুতর অসুস্থ। একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্যালাইন লাগানো হাতের ছবি পোস্ট করে দাবি করা হয়, তিনি হাসপাতালে ভর্তি। খবরটি ভাইরাল হওয়ার পর তার ভক্তসহ অনেক তারকাও বিভ্রান্ত হন।
তবে ববিতা নিজেই জানিয়েছেন, এটি গুজব। মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি ফেসবুক ব্যবহার করি না। এর আগেও বলেছি। এরপরও আমার নামে এমন স্পর্শকাতর গুজব ছড়ানো খুবই দুঃখজনক।”
তিনি জানান, এর আগেও তার মৃত্যুর ভুয়া খবর ছড়ানো হয়েছিল। “এতে আমার আত্মীয়-স্বজন ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে,” বলেন ববিতা।
এই গুজব ছড়ানো অ্যাকাউন্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে এখন পর্যন্ত কারা এমন পোস্ট করছে, তা শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান।
তিনি আরও বলেন, “আমি এখন গুলশানের বাসায় আছি, সম্পূর্ণ সুস্থ আছি। সবাইকে জানিয়ে দিন, আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই।”
উল্লেখ্য, ১৯৬৮ সালে ‘সংসার’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সিনেমায় যাত্রা শুরু করা ববিতা তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু দেশি-বিদেশি সম্মাননায় ভূষিত হয়েছেন।