
ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচের পদটি গেল মাসে দরিভাল জুনিয়রের বিদায়ের পর থেকেই শূন্য। সেই শূন্যতা এবার পূরণ হতে চলেছে। স্প্যানিশ একাধিক গণমাধ্যমের খবরে উঠে এসেছে, রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি হতে যাচ্ছেন সেলেসাওদের নতুন কোচ।
জানা গেছে, আগামী জুনেই আনচেলত্তি দায়িত্ব নিতে পারেন ব্রাজিল দলের কোচ হিসেবে। রিয়াল মাদ্রিদের সঙ্গে চলতি মৌসুম শেষ হওয়ার আগেই তার চুক্তি ছিন্ন হতে পারে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘রেলেভো’। বিশেষ করে আগামী রোববার কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হারলে তার কোচিং ক্যারিয়ারের রিয়াল অধ্যায় শেষ হয়ে যেতে পারে।
সংবাদমাধ্যমগুলো আরও জানায়, জুন ও জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপে আনচেলত্তিকে আর রাখবে না রিয়াল। ফলে জুনের শুরুতেই তাকে ব্রাজিল দলের ডাগআউটে দেখা যেতে পারে। বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ দুই ম্যাচ—৬ জুন ইকুয়েডরের বিপক্ষে এবং ৯ জুন প্যারাগুয়ের বিপক্ষে আনচেলত্তির অধীনেই মাঠে নামতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এদিকে রোমা ও এসি মিলানও আনচেলত্তিকে কোচ হিসেবে চেয়েছিল। তবে বিভিন্ন সূত্র বলছে, ইতালিয়ান এই অভিজ্ঞ কোচ এরই মধ্যে ব্রাজিল জাতীয় দলকে বেছে নিয়েছেন।
অন্যদিকে, রিয়াল মাদ্রিদ আনচেলত্তির উত্তরসূরি খুঁজে রাখতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে সাবেক রিয়াল মিডফিল্ডার এবং বর্তমানে বায়ার লেভারকুজেনের সফল কোচ সাবি আলোনসোর নাম। লেভারকুজেনের সিইও ফার্নান্দো কারো জানিয়েছেন, আলোনসোর সঙ্গে ‘জেন্টলম্যানস এগ্রিমেন্ট’ রয়েছে—তার সাবেক কোনো ক্লাব চাইলে তারা বাধা দেবে না।
সব মিলিয়ে, আনচেলত্তির ব্রাজিল অধ্যায় শুরু এবং আলোনসোর রিয়াল প্রত্যাবর্তন যেন সময়ের অপেক্ষা মাত্র।