
আইপিএল ২০২5-এ দুর্দান্ত ফর্মে আছেন বিরাট কোহলি। আট ম্যাচে এখন পর্যন্ত করেছেন ৩২২ রান। রোববার (২০ এপ্রিল) পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই তারকা ব্যাটার। ম্যাচ শেষে মাঠেই দেখা যায় এক অনন্য মুহূর্ত—কোহলি উপহার দেন নিজের ব্যাট।
ব্যাটটি পেয়েছেন পাঞ্জাব দলের সদস্য মুশির খান, যিনি সরফরাজ খানের ছোট ভাই। আইপিএলের এবারের আসরে ৩০ লাখ রুপিতে পাঞ্জাব তাকে দলে নিয়েছে। যদিও এখনো পর্যন্ত কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি।
ব্যাট পেয়ে উচ্ছ্বসিত মুশির খান ইনস্টাগ্রামে কোহলির সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, “ব্যাটের জন্য বিরাট ভাইয়াকে লক্ষ লক্ষ ধন্যবাদ এবং ভালোবাসার জন্য কোটি কোটি ধন্যবাদ।”
উল্লেখ্য, কোহলির ব্যাট উপহার দেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে কেকেআরের রিঙ্কু সিং ও বাংলাদেশের সাকিব আল হাসানকেও নিজের ব্যাট উপহার দিয়েছেন তিনি।