
সিনেমা মুক্তির ২২তম দিনে প্রেক্ষাগৃহে হাজির হয়ে নিজের আলোচিত সিনেমা ‘বরবাদ’ দেখলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ঈদে মুক্তি পাওয়া এ ছবিটি এখনো দেশজুড়ে প্রেক্ষাগৃহে চলছে হাউসফুল শো, টিকিটের জন্য ভক্তদের ব্যাপক চাহিদা। এমনকি শাকিব খানের পরিবারের সদস্যরাও টিকিট পাচ্ছেন না বলে তিনি নিজেই জানিয়েছিলেন।
গতকাল সোমবার (২১ এপ্রিল) রাজধানীর এয়ারপোর্ট সংলগ্ন স্টার সিনেপ্লেক্সে ছবিটির একটি বিশেষ প্রদর্শনীতে অংশ নেন শাকিব খান। এ সময় তিনি দর্শকদের অভূতপূর্ব ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার পরবর্তী সিনেমা পরিকল্পনা নিয়েও কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
শাকিব বলেন, “সিনেমার জন্য দর্শকের ভালোবাসা সত্যিই অতুলনীয়। আমি মুগ্ধ। গুলশান থেকে গুলিস্তান—সব শ্রেণির দর্শক সিনেমাটি দেখছেন, বলছেন, ‘হ্যাঁ, এটাই সিনেমা।’”
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শাকিব বলেন, “আমি একসময় স্বপ্ন দেখতাম, দেশের বাইরে হলিউড-বলিউড সিনেমার পাশে আমার দেশের পোস্টার থাকবে। এখন তা বাস্তবে রূপ নিচ্ছে। বরবাদ হয়তো ১০০ কোটির সিনেমা হবে, কিন্তু এটা শেষ নয়, বরং শুরু। এর চেয়েও বড় সিনেমা আসছে।”
প্রিমিয়ার শোতে শাকিবের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ছবির প্রযোজক শাহরিন আক্তার সুমি, মেহেদী হাসান হৃদয়, পরিচালক শিহাব শাহীন, শিল্পী ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, দীঘি, সুনেরাহ বিনতে কামাল, আরশ খান, ইমন, কণ্ঠশিল্পী কোনালসহ অনেকে।
‘বরবাদ’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ ও ফজলুর রহমান বাবু।