ভূঞাপুরে মাদরাসা তত্ত্বাবধায়কের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের

অপরাধ দুর্নীতি ভূঞাপুর শিক্ষা

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে নিকরাইলের সারপলশিয়া মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার সাবেক মুহতামিম জাহিদুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগে মামলা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি টাঙ্গাইল আদালতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. আব্দুর রাজ্জাক মামলা দায়ের করেন।

 

মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০২১ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাহিদুল ইসলামকে মুহতামিমের দায়িত্ব দেওয়া হয়। সেখানে তিন বছর দায়িত্ব পালন করেন তিনি। এ সময়ে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন জাহিদুল। বিষয়টি মাদ্রাসার সহকারী শিক্ষক ও কর্মচারীদের নজরে আসলে কর্তৃপক্ষকে জানান তারা। বিষয়টি নিয়ে পরিচালক জাহিদুলের কাছে হিসেব চাইলে তিনি নানা অজুহাত দেখান। একপর্যায়ে জাহিদুল কোনো হিসাব না দিয়ে মাদ্রাসার কাগজপত্রসহ কয়েক মাসের বেতন ও ভর্তির টাকা নিয়ে চলে যায়।

শিক্ষার্থীরা জানান, জাহিদুল চলে যাওয়ার পর আরেকটি নতুন মাদ্রাসায় ভর্তির জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে অর্ধশত শিক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে ভাগিয়ে নিয়ে যায়।

মাদ্রাসার শিক্ষকরা বলেন, জাহিদুল তিন বছরে কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছেন। তার ভয়ে কর্তৃপক্ষকে অনিয়মের কথা বলতে পারতাম না। ভর্তি ফি, বই কেনা বাবদ ও পরীক্ষার ফিসহ শিক্ষার্থীদের থেকে নেওয়া বেতনের টাকা ঠিকমতো বুঝিয়ে না দিয়ে গত মার্চ মাসে মাদরাসা থেকে চলে যায়।

অভিযোগের বিষয়ে মোবাইল কলের মাধ্যমে জাহিদুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পরিচালকের বিরুদ্ধেও আমার অভিযোগ আছে। এসব বিষয় মোবাইলে বলা সম্ভব না। আসেন, সাক্ষাতে কথা বলব।’

পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ‘জাহিদুলের কাছে বিভিন্ন সময়ে হিসেব চাইলে তিনি অজুহাত দেখাতেন। বিষয়টি নিয়ে সালিশি বৈঠকও হয়েছে। তবে কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে আদালতে মামলা করেছি।’

এ বিষয়ে মামলাটির তদন্তের দায়িত্বে থাকা ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) ইমারত বলেন, ‘ওই মাদসারার সাবেক মুহতামিমের বিরুদ্ধে মামলার তদন্তের দায়িত্ব পেয়েছি। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *