
লা লিগায় শিরোপা লড়াই টিকিয়ে রাখল রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ফেদেরিকো ভালভার্দের দারুণ এক গোলেই ১-০ ব্যবধানে জয় তুলে নেয় কার্লো আনচেলোত্তির দল।
এই জয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লস ব্লাঙ্কোরা। বাকি ছয় ম্যাচে শিরোপা ধরে রাখার লড়াইয়ে এখনও আশাবাদী রিয়াল।
এ ম্যাচে নিষেধাজ্ঞায় ছিলেন কিলিয়ান এমবাপ্পে। তার অনুপস্থিতিতে রিয়াল প্রথমার্ধে তেমন সুবিধা করতে পারেনি। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি দলটি।
৮২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলটি অফসাইডের কারণে বাতিল হয় ভিএআরের সিদ্ধান্তে। পরে বেলিংহামের বিরুদ্ধে বক্সের ভেতরে ফাউলের অভিযোগে পেনাল্টির আবেদন করলেও তা খারিজ হয়ে যায়।
তবে শেষ পর্যন্ত ভালভার্দের অসাধারণ দূরপাল্লার শটে কাঙ্ক্ষিত তিন পয়েন্ট নিশ্চিত করে কিছুটা স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।