ভাইরাল হওয়া বিতর্কিত ছবি অভিনেত্রী পরীমনির নয় প্রযুক্তির মাধ্যমে তৈরি করা ভুয়া কনটেন্ট

ভাইরাল হওয়া বিতর্কিত ছবি অভিনেত্রী পরীমনির নয় প্রযুক্তির মাধ্যমে তৈরি করা ভুয়া কনটেন্ট

বিনোদন

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ছবি ঢালিউড অভিনেত্রী পরীমনির নামে ছড়িয়ে দেওয়া হলেও, সেগুলো আসলে তার নয় বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ।

সংস্থাটি জানায়, ভাইরাল হওয়া ছবিগুলোর মূল সূত্র যাচাই করতে গিয়ে দেখা যায়, সেগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ করা অন্য এক নারীর ছবি। প্রযুক্তির সাহায্যে ওই ছবিগুলোর মুখমণ্ডলে পরীমনির মুখ বসিয়ে ভুয়া ও বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করা হয়েছে।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা গেছে, ‘আকাশি জলি’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৪ মার্চ যেসব ছবি শেয়ার করা হয়েছিল, ভাইরাল হওয়া ছবিগুলোর সঙ্গে সেগুলোর অদ্ভুত মিল রয়েছে। ছবিগুলোর লোকেশন ভারতের হিমাচল প্রদেশের শিমলা এবং অ্যাকাউন্টটিতে ওই নারীকে মডেল ও অভিনেত্রী হিসেবে পরিচিত করা হয়েছে।

পরীমনির মুখ বসানো ছবিগুলোর সত্যতা যাচাই করতে রিউমর স্ক্যানার নিজস্বভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষা চালায় এবং দেখা যায়—একই ধরনের ফেইস-সোয়াপ পদ্ধতি ব্যবহার করলেই ভাইরাল হওয়া ছবির মতো ফল পাওয়া যায়।

ফলে নিশ্চিতভাবে বলা যায়, পরীমনির নামে ছড়িয়ে পড়া ছবিগুলো ভুয়া ও এডিট করা। বিষয়টি নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে সচেতনতা বৃদ্ধি ও বিভ্রান্তি ঠেকাতে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে রিউমর স্ক্যানার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *