
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রতিবাদের ঝড়, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানাচ্ছেন অনেকেই।
রোববার (২০ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে জনপ্রিয় অভিনেতা ওমর সানী লিখেছেন, “মেয়ে দেখে কেউ হাসলো আর কেউ কাঁদলো, এতে করে একটা প্রাণ চলে যাবে?”
তিনি আরও বলেন, “রাষ্ট্র মেয়ে দুইটার অ্যারেস্টের ছবি দেখান, যারা মার্ডার করেছেন তাদের ছবি দেখান, প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করেন।”
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে কেন্দ্র করে জাহিদুলের সঙ্গে নিজ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। সমঝোতার পর ক্যাম্পাস থেকে বের হওয়ার পথে জাহিদুলকে একদল যুবক ছুরিকাঘাত করে। কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাহিদুলের বাড়ি ময়মনসিংহে। তার মামাতো ভাই হুমায়ুন কবীর বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।