দেনাপাওনা সিনেমায় দীঘির বিপরীতে অভিনেতা ইমন প্রথমবার একসঙ্গে

দেনাপাওনা সিনেমায় দীঘির বিপরীতে অভিনেতা ইমন প্রথমবার একসঙ্গে

বিনোদন

সরকারি অনুদানে নির্মিত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিতব্য সিনেমা ‘দেনাপাওনা’–তে নিরুপমা চরিত্রে অভিনয় করছেন প্রার্থনা ফারদিন দীঘি। এবার জানা গেল, তার বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেতা ইমন। এই সিনেমার মধ্য দিয়েই প্রথমবার একসঙ্গে জুটি বাঁধছেন তারা।

ইমন নিজেই খবরটি নিশ্চিত করে বলেন, “রবীন্দ্রনাথের গল্প বলে কাজটা খুব চ্যালেঞ্জিং। দর্শকরা গল্প ও চরিত্র সম্পর্কে জানেন, তাই আমরা যথাসম্ভব আন্তরিকতা দিয়ে কাজ করব।”

ছবিতে ইমন অভিনয় করছেন কলকাতায় কর্মরত এক ম্যাজিস্ট্রেটের চরিত্রে, যিনি জমিদার পরিবারের সন্তান। দীঘি থাকছেন গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিরুপমার ভূমিকায়। বিয়ের পণ দিতে না পারায় নিরুপমার পিতার আত্মহত্যা এবং পরবর্তী করুণ পরিণতি নিয়েই এগোবে ছবির কাহিনি।

ছবিটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী, চিত্রনাট্য লিখেছেন মিরন মহিউদ্দিন। এতে আরও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হিরা, ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনা সোমা, রিপা, অভি ও সাব্বির।
পরিচালক সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে আগামী মাসেই শুরু হবে শুটিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *