
সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রোমোতে চমকে দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। পুলিশের পোশাকে পর্দায় উপস্থিত হয়ে তিনি দর্শকদের চমক দেন। যদিও এটি পুরোপুরি অভিনয় নয়, সৌরভকে নিয়ে একটি বায়োপিক তৈরির কাজও চলছে বলে জানা গেছে।
সম্প্রতি পশ্চিমবঙ্গের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ কথা বলেন নিজের ক্রিকেটজীবন, ব্যক্তিজীবন, রাজনীতি ও অভিনয় নিয়ে। বিচ্ছেদ প্রসঙ্গে সৌরভ বলেন, “নায়িকা বউ মানেই বিচ্ছেদ, আর সাধারণ ঘরের মেয়ের সঙ্গে বিয়ে হলে বিচ্ছেদ হবে না—এটা ভুল ধারণা। সবটাই স্বামী-স্ত্রীর বোঝাপড়ার ওপর নির্ভর করে।” উদাহরণ দিয়ে তিনি বলেন, “যেমন বীরেন্দ্র শেবাগ—ওদের নিয়ে ভুয়া বিচ্ছেদের খবর রটেছিল, অথচ ওরা দিব্যি আছেন।”
ডোনা গাঙ্গুলীর সঙ্গে ২৮ বছরের দাম্পত্য জীবন নিয়ে সৌরভ জানান, “আমরা খুব সাধারণভাবে জীবন যাপন করি। ব্যস্ততায় রাগেরও সময় হয় না। ডোনা খুব শান্ত স্বভাবের। ফলে, কোনো সমস্যা হয় না।”
রাজনীতিতে আসার গুঞ্জন প্রসঙ্গে তিনি স্পষ্ট বলেন, “কোনো দিন রাজনীতি করিনি, আগ্রহও নেই। কিছু সময় অনুষ্ঠানে দেখা যায়, ছবি তোলার কারণে গুজব ছড়ায়।”
অভিনয়, ক্রিকেট ও ব্যক্তিজীবনের নানা দিক নিয়ে সৌরভ গাঙ্গুলীর এমন খোলামেলা কথা ভক্তদের মাঝে বেশ আগ্রহ সৃষ্টি করেছে।