
রান রেটের মার্জিনে ভাগ্য খুললো বাংলাদেশের। হারলেও হিসাব-নিকাশে এগিয়ে থেকে দ্বিতীয়বারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল।
শনিবার (১৯ এপ্রিল) লাহোরে অনুষ্ঠিত বাছাই পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারলেও রান রেটের সুবিধায় বিশ্বকাপ নিশ্চিত করে নিগার সুলতানারা।
লাল-সবুজ প্রতিনিধিরা আগে ব্যাট করে পাকিস্তানের সামনে ১৭৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়। তবে স্বাগতিকরা ১০ ওভার ২ বল হাতে রেখেই জয় তুলে নেয়।
অন্যদিকে, একই ভেন্যুতে থাইল্যান্ডের মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ। থাইদের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য পেরোতে ক্যারিবীয়দের জয় পেতে হতো ১০.১ ওভারের মধ্যে। শুরুটা দুর্দান্ত করেও শেষ রক্ষা হয়নি ম্যাথিউসদের।
ম্যাচে ২৯ বলে ঝড়ো ৭০ রান করেন হেইলি ম্যাথিউস এবং হেনরি যোগ করেন ১৭ বলে ৪৮। তাতেও জয় আসে ১০.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে—যা ছিল বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য যথেষ্ট নয়।
এর আগে, থাইল্যান্ড দল টস হেরে ব্যাট করতে নেমে ১৬৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায়। নান্নাপাত ৬৬ রান করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন।
সবশেষে, পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থেকে দ্বিতীয়বারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।
২০২5 নারী ওয়ানডে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ নারী দল—যা দেশের নারী ক্রিকেটের জন্য একটি বড় অর্জন।