
ভাগ্যের সহায়তায় নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে জায়গা পেলেও নিজেদের পারফরম্যান্সেই আলো ছড়িয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ওপেনার শারমিন আক্তার সুপ্তা। এছাড়া ৬ উইকেট শিকার করা রাবেয়া খান জায়গা পেয়েছেন রিজার্ভ খেলোয়াড় তালিকায়।
বাছাইপর্বে দুর্দান্ত খেলেছেন জ্যোতি ও সুপ্তা। ২৬৬ রান করে সুপ্তা হয়েছেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, আর ২৪১ রান করে তৃতীয় স্থানে আছেন জ্যোতি। থাইল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির সুবাদে নেতৃত্বেও ছিলেন দারুণ। তাদের এই নৈপুণ্যই একাদশে জায়গা পাওয়ার মূল কারণ।
চ্যাম্পিয়ন পাকিস্তান দলের চারজন ক্রিকেটার পেয়েছেন একাদশে জায়গা। তারা হলেন— মুনিবা আলি, ফাতিমা সানা (অধিনায়ক), নাসরা সান্ধু ও সাদিয়া ইকবাল। এছাড়া স্বপ্নভঙ্গ হওয়া ওয়েস্ট ইন্ডিজ থেকে হেইলি ম্যাথিউস, চিনেলে হেনরি ও আলিহা অ্যালেইন, এবং স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও ক্যাথেরিন ফ্রেজার রয়েছেন একাদশে।
বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে বড় সাফল্য, যা বিশ্বকাপে ভালো কিছু করার প্রত্যাশাও জাগিয়ে তুলছে।