ঈদে সিনেমার দাপট সামনে আরও বড় চমক নিয়ে ফিরছেন নায়ক নায়িকারা

ঈদে সিনেমার দাপট সামনে আরও বড় চমক নিয়ে ফিরছেন নায়ক নায়িকারা

বিনোদন

গত ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে ফিরেছে দর্শক, জমজমাট ছিল বাংলা সিনেমার বাজার। মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা—এর মধ্যে শাকিব খানের ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’তে ছিলেন কলকাতার নায়িকা ইধিকা পাল ও দর্শনা বণিক। তবে আলোচনায় ছিলেন ঢাকার নায়িকারা। সুনেরাহ, দীঘি, বুবলীর উপস্থিতি দর্শকদের মন জয় করেছে।

সিনেমাগুলোর মধ্যে ‘জংলি’, ‘দাগি’ ও ‘চক্কর ৩০২’ এখনও রয়েছে আলোচনায়, অন্যদিকে ‘অন্তরাত্মা’ ও ‘জ্বীন-৩’ সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে।

কুরবানির ঈদেও নায়িকাদের দাপট আসন্ন কুরবানির ঈদে মুক্তি পাচ্ছে ‘তান্ডব’, ‘নীলচক্র’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘পিনিক’ ও ‘এশা মার্ডার: কর্মফল’। এতে থাকছেন জয়া আহসান, পূজা চেরী, তাসনিয়া ফারিণ, শবনম বুবলী, মন্দিরা চক্রবর্তী ও বাঁধন।

‘তান্ডব’ সিনেমায় সাংবাদিক চরিত্রে থাকছেন জয়া আহসান, প্রধান নায়িকার নাম এখনো চমক হিসেবে রাখা হয়েছে। বুবলী ও ফারিণও নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন। পূজা চেরীর ‘টগর’ ইতোমধ্যে প্রচারণা শুরু করেছে।

এছাড়া আসছে মন্দিরা চক্রবর্তীর ‘নীলচক্র’ ও বাঁধনের ‘এশা মার্ডার’, যেগুলো নিয়েও রয়েছে দর্শকদের আগ্রহ। সম্ভাবনার তালিকায় রয়েছে নাজিফা তুষি ও সাদিয়া আয়মানের সিনেমাও।

সব মিলিয়ে ঈদুল আজহার সিনেমা বাজারও জমজমাট থাকবে—আর এই দৌড়ে এগিয়ে থাকবেন ঢালিউডের নায়িকারাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *