
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মোহাম্মদ আজহারউদ্দিনের নামে থাকা ‘আজহারউদ্দিন স্ট্যান্ড’ আর থাকছে না। নর্থ প্যাভিলিয়নের এই স্ট্যান্ড থেকে ভারতের সাবেক অধিনায়কের নাম সরানোর সিদ্ধান্ত নিয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (HCA)।
এই সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, হায়দরাবাদভিত্তিক লর্ডস ক্রিকেট ক্লাবের একটি অভিযোগ। ক্লাবটি দাবি করে, এইচসিএ-র সভাপতি থাকাকালীন নিজেই নিজের নামে স্ট্যান্ডের নামকরণ করে সংগঠনের নিয়মবিধি লঙ্ঘন করেছেন আজহারউদ্দিন।
২০১৯ সালে স্ট্যান্ডটির নাম ‘ভিভিএস লক্ষ্মণ প্যাভিলিয়ন’ থেকে বদলে ‘আজহারউদ্দিন স্ট্যান্ড’ করা হয়েছিল, সেই সময় আজহারউদ্দিনই ছিলেন এইচসিএ সভাপতি।
এই সিদ্ধান্তে আজহারউদ্দিন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এটা দুঃখজনক ও সম্মানহানিকর। ১৭ বছরের ক্যারিয়ারে ১০ বছর অধিনায়ক ছিলাম। হায়দরাবাদে ক্রিকেটারদের এভাবেই সম্মান দেওয়া হয়! আমরা আইনি পথে যাব।”
অন্যদিকে, লর্ডস ক্রিকেট ক্লাব সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ক্লাবের কোষাধ্যক্ষ সোমনা মিশ্র বলেন, “এই সিদ্ধান্ত স্বচ্ছতা ও ন্যায়ের প্রতিই আমাদের অঙ্গীকার।”