মিডিয়া স্বত্ব বিক্রি ব্যর্থ বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সম্প্রচার করবে বিটিভি

মিডিয়া স্বত্ব বিক্রি ব্যর্থ বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সম্প্রচার করবে বিটিভি

খেলা

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার আসন্ন টেস্ট সিরিজের মিডিয়া স্বত্ব বিক্রি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে এই সিরিজের সরাসরি সম্প্রচারের দায়িত্ব পড়েছে রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর উপর। বিসিবির নির্ধারিত প্রোডাকশন স্যাটেলাইট ফিড থেকেই এই সম্প্রচার পরিচালিত হবে।

এর আগে, গত ১৯ মার্চ মিডিয়া স্বত্ব বিক্রির জন্য আর্থিক প্রস্তাব ও আগ্রহপত্র আহ্বান করে বিসিবি। তবে নির্ধারিত সময়সীমা ৭ এপ্রিলের মধ্যে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান সাড়া দেয়নি। এর ফলে প্রাইভেট টিভি নেটওয়ার্কে সিরিজ সম্প্রচারের পথ বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, গত কয়েক বছরে বাংলাদেশে অনুষ্ঠিত ঘরের মাঠের সিরিজগুলো টি-স্পোর্টস ও গাজী টিভিতে (জিটিভি) প্রচারিত হয়েছে মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে। তবে গত অক্টোবরের দক্ষিণ আফ্রিকা সিরিজের পর সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়, এবং এখনো নতুন চুক্তি হয়নি।

বিশ্লেষকরা বলছেন, সম্প্রচার স্বত্বে আগ্রহ না থাকায় আন্তর্জাতিক সিরিজের বিপণন ও দর্শকপ্রাপ্তি নিয়ে নতুন করে ভাবনার সময় এসেছে বিসিবির সামনে। তবে বিটিভির মাধ্যমে সম্প্রচারের ফলে দেশের দর্শকরা অন্তত ঘরের মাঠে টেস্ট ক্রিকেট উপভোগ করতে পারবেন—এটিই এখন একমাত্র আশার দিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *