বৃষ্টির শঙ্কা তবুও লড়াইয়ে প্রস্তুত বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট দল

বৃষ্টির শঙ্কা তবুও লড়াইয়ে প্রস্তুত বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট দল

খেলা

সিলেটে চলছে বৃষ্টির দাপট। শুক্রবার দুপুরে বৃষ্টির পর, টেস্ট ম্যাচের দিনেও রয়েছে বৃষ্টির আশঙ্কা। তবে বৈরি আবহাওয়ার মধ্যেও বাংলাদেশ ও জিম্বাবুয়ে দুই দলই প্রস্তুতি নিচ্ছে সাদা পোশাকের লড়াইয়ের জন্য।

জিম্বাবুয়ে দল মাত্র একদিন অনুশীলনের সুযোগ পেলেও সন্তুষ্ট সফরকারীরা। বরং বৃষ্টি থেকেই কৌশলের হদিস খুঁজছেন শন উইলিয়ামসরা। তিনি বলেছেন, “বৃষ্টিতে অনুশীলনের অভিজ্ঞতা আমাদের সাহায্য করবে, কারণ ম্যাচেও এমন পরিস্থিতির সম্ভাবনা রয়েছে।”

নিজ দেশে প্রস্তুতি শেষ করে বাংলাদেশ সফরে আসা জিম্বাবুয়ে দলের আত্মবিশ্বাসও উঁচুতে। উইলিয়ামস জানান, “জিম্বাবুয়েতে পেসাররা ভালো বল করেছে, দল ইতিবাচক মানসিকতায় আছে।”

অন্যদিকে, চার মাস পর টেস্টে ফিরছে বাংলাদেশ। অধিনায়ক শান্ত ও কোচ চ্যান্ডিকা হাথুরুসিংহে (সিমন্স) চাচ্ছেন ধাপে ধাপে এগোতে। কোচ বলেন, “ধবলধোলাই নিয়ে ভাবছি না। আগে প্রথম টেস্ট জিতি, তারপর সিরিজ জয়ের কথা ভাবব।”

২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল চট্টগ্রামে। সিমন্স জন্মদিনে উপহার হিসেবে চেয়েছেন সিলেট টেস্টে জয়। তবে বৃষ্টির বাঁধায় সেই উপহার পেতে অপেক্ষা একটু দীর্ঘ হতে পারে।

শান্তরা কি পারবেন কোচকে হাসি উপহার দিতে? ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *