নারী বিশ্বকাপ বাছাই: পাকিস্তানের বিপক্ষে বিপর্যয়ে শুরু রিতুর লড়াই

নারী বিশ্বকাপ বাছাই: পাকিস্তানের বিপক্ষে বিপর্যয়ে শুরু রিতুর লড়াই

খেলা

আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে পাকিস্তানের বিপক্ষে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। লাহোরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর মাত্র ২১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও ব্যর্থ হন।

বাংলাদেশের ইনিংসে একমাত্র ইতিবাচক দিক ছিল রিতু মনির লড়াকু ইনিংস। ৪৮ রান করে দলকে কিছুটা স্থিতি এনে দেন তিনি। তবে অর্ধশতক পূর্ণ করার আগেই ফিরতে হয় তাকে।

ওপেনার ফারজানা হক শূন্য রানে ফিরলেও তার সঙ্গী দিলারা আক্তার ১৪ বলে ১৩ রান করেন। এরপর একে একে সাজঘরে ফেরেন নিগার ও অন্যান্য ব্যাটাররা। শারমিন আক্তার করেন ২৪ রান, নাহিদা আক্তারের ব্যাট থেকে আসে ১৯।

প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৪১ রান। পাকিস্তানি পেসার ও অধিনায়ক ফাতিমা সানা নিয়েছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *