
লিভারপুলে নয় বছরের সফল অধ্যায় শেষে কোচিং থেকে বিরতি নিয়েছেন ইউর্গেন ক্লপ। চলতি বছরের শুরুতে তিনি যোগ দেন রেড বুলের হেড অব গ্লোবাল সকার পদে। তবে সাম্প্রতিক গুঞ্জনে তাকে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য কোচ হিসেবে দেখা গেলেও, তার এজেন্ট জানিয়ে দিয়েছেন—ক্লপ আপাতত কোচিংয়ে ফেরার কোনো পরিকল্পনায় নেই।
জার্মান সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গও জানিয়েছেন, ক্লপ আগামী মৌসুমে কোনো ক্লাব বা জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিতে রাজি নন, এমনকি সেটা রিয়াল মাদ্রিদ বা ব্রাজিল হলেও না।
তবে বিভিন্ন দলের তরফ থেকে যোগাযোগ হয়েছে বলেও জানা গেছে। ক্লপ এই মুহূর্তে তার নতুন ভূমিকায় বেশ সন্তুষ্ট বলেও স্পষ্ট করেছেন তার এজেন্ট।