কালিহাতীতে দিনব্যাপি চলচ্চিত্র নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত

উৎসব কালিহাতী সংগঠন সেমিনার

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে চলচ্চিত্র নির্মাণের কৌশল, চিন্তা ও বাস্তব প্রয়োগ নিয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী চলচ্চিত্র নির্মাণ কর্মশালা।

গত ১৯ এপ্রিল, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার এলেঙ্গার বিরতি রিসোর্টে মনোরম পরিবেশে এই কর্মশালার আয়োজন করে ‘এস এফ প্রোডাকশনস – ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ওয়ার্কশপ’। কর্মশালায় কালিহাতী ও ঘাটাইল উপজেলার আশপাশের এলাকার তরুণ-তরুণী ও চলচ্চিত্রপ্রেমীরা অংশ নেন।

 

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক ও সম্পাদক জাকিউল হক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রামাণ্যচিত্র নির্মাতা শহিদুজ্জামান বাদল এবং চলচ্চিত্র নির্মাতা ও সিনেমা ফটোগ্রাফার মীর সামছুল আলম বাবু। তাঁরা চলচ্চিত্র নির্মাণের মৌলিক ধারণা, প্রামাণ্যচিত্র নির্মাণ প্রক্রিয়া, স্ক্রিপ্ট লেখা, চিত্রগ্রহণ ও সম্পাদনার খুঁটিনাটি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানবাধিকারকর্মী ও সাংবাদিক শাহ আলম, প্রভাষক আমিরুল ইসলাম, ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সমাজসেবক নাসির উদ্দিন (নাছিম) ও সমাজসেবিকা ইসরাত জাহান (ঝিনুক)।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিএসএস (অনার্স) সমাজকর্ম বিভাগের মো. মেহেদী হাসান এবং সার্বিক পরিচালনায় ছিলেন এসএম সোহেব রানা। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও এমন কর্মশালার আয়োজন করার পরিকল্পনা রয়েছে, যাতে তরুণ প্রজন্ম চলচ্চিত্র ও গণমাধ্যমে গঠনমূলক ভূমিকা রাখতে পারে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে নির্মিত চারটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এগুলো হলো— “চাইল্ড এডুকেশন”, “নদীর অগ্রসান”, “দ্য ক্রাই অফ ওয়াটার” ও “ভেস্টেড লাইফ”। এই ডকুমেন্টারিগুলোতে সামাজিক বাস্তবতা ও মানবিক বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *