
বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সম্প্রতি প্রকাশ্যে আক্ষেপ করে জানান, তার জীবনে এক সময় এমন কিছু ছিল যা সে নজরদারি করতে পারলে ভালো হতো। তার এই মন্তব্যে অনেকেই জানতে চেয়েছিলেন, তিনি কি নাগা চৈতন্যের কথা বলছেন?
২০১৮ সালে নাগা চৈতন্যের সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেন সামান্থা, কিন্তু তাদের সম্পর্ক স্থায়ী হয়নি। শোভিতা ধুলিপালার সঙ্গে নাগার ঘনিষ্ঠতা বাড়তে থাকায় তাদের বিচ্ছেদ ঘটে।
সম্প্রতি ‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজের প্রচারে সামান্থা এক সাক্ষাৎকারে বলেন, “গুপ্তচরের কোনো গুণ আমার মধ্যে নেই, তবে থাকলে একজনের ওপরে নজরদারি করতাম।” হাস্যরসে বললেও, তার এই মন্তব্য ছড়িয়ে পড়তে সময় নেয়নি।
কিছু অনুরাগী মন্তব্য করেছেন, তারা বিশ্বাস করেন সামান্থা প্রতারিত হয়েছেন, তবে এটি প্রকাশ্যে বলেননি।
সামান্থা ও নাগা চৈতন্য ২০২১ সালে তাদের দাম্পত্য জীবন শেষ করেন, এবং পরবর্তীতে নাগা শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন। সামান্থা এখনও একা রয়েছেন, এবং সম্প্রতি ‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন।