
সখীপুর প্রতিনিধি: সখীপুরে গৃহবধূ আমেনা হত্যাকাণ্ডের মাত্র বারো ঘণ্টার মধ্যে মূল আসামি এনামুল (৪৫) কে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে সখীপুর থানা পুলিশ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত এনামুল পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। এসময় তার কাছ থেকে গৃহবধূ আমেনার নাকফুল উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন সখীপুর থানার ওসি মোঃ জাকির হোসেন।
শুক্রবার সকাল সাড়ে দশটায় সখীপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, পরকীয়া সংক্রান্ত কারণে গৃহবধূ আমেনাকে সে নিজেই হত্যা করেছে। এদিকে হত্যার কারণ পরকীয়া সংক্রান্ত বলে হত্যাকারীর বক্তব্যকে ভিত্তিহীন এবং মিথ্যা বলে দাবি করেছেন গৃহবধূ আমেনার ছেলে মোঃ পারভেজ।
গৃহবধূ আমেনার ছেলে পারভেজ বলেন, সে এগুলো সব বানানো কথা বলতেছে। সে বাঁচার জন্য অনেক কিছুই বলতে পারে। তিনি আরও বলেন, এই হত্যাকান্ড একার পক্ষে ঘটানো সম্ভব নয় এবং এর পিছনে আরো অনেকেই জড়িত থাকতে পারে। এছাড়া আমার মায়ের গলায় চেইন ও কানে দুল এবং হাতে থাকা মোবাইল ফোন এখনও উদ্ধার হয়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে সখীপুর উপজেলার ঘোনার চালা পূর্বপাড়া এলাকায় বাড়ির পাশে ধানক্ষেত থেকে গৃহবধূ আমেনা (৪২)এর লাশ উদ্ধার করে সখীপুর থানা পুলিশ। এঘটনায় সখীপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুত অভিযান শুরু করে সখীপুর থানা পুলিশ। মাত্র বারো ঘণ্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের মূল আসামি মোঃ এনামুলকে গ্রেপ্তার করতে সমর্থ হয় পুলিশ। আজ গ্রেপ্তারকৃত আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার মোঃ জাকির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনামুল হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।