টাঙ্গাইলে চিকিৎসার অবহেলায় রোগীর মৃত্যু, ক্লিনিক মালিকের নামে মামলা

অপরাধ টাঙ্গাইল সদর স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে চিকিৎসার অবহেলায় আব্দুল হালিম (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার, ১৮ এপ্রিল দুপুরে রোগীর স্ত্রী চিকিৎসক ও আদর্শ ক্লিনিক অ্যান্ড হসপিটালের মালিকের নামে মামলা করেন। ঘটনার পর থেকে চিকিৎসক ও হাসপাতালের স্টাফরা পলাতক রয়েছেন।

 

আব্দুল হালিম দেলদুয়ার উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত আহমদ আলীর ছেলে। নিহতের স্বজনরা জানান, ঈদের দিন আব্দুল হালিম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পায়ের উপরের অংশ ভেঙে যায়। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তার হাই পেশার থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ অপারেশন করতে পারেননি। বুধবার স্বজনরা তাকে আদর্শ ক্লিনিক অ্যান্ড হসপিটালে ভর্তি করায়। ভর্তির সময় অপারেশনের জন্য আমাদের কাছে প্রথমে ৫০ হাজার টাকা চাওয়া হয়েছিল। পরে আমরা ২০ হাজার টাকা দিয়ে ভর্তি করি। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ক্লিনিকের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার প্রায় দুইঘণ্টা পর জানানো হয় আব্দুল হালিমের মৃত্যু হয়েছে।

এদিকে রোগীর মৃত্যুর পর রাতে জেলা ক্লিনিক মালিক সমিতির নেতৃবৃন্দ দফারফা করার জন্য বসেন। কিন্ত দীর্ঘ বৈঠকের পরেও কোনো সমাধান হয়নি।

আব্দুল হালিমের নাতি সাদিয়া বলেন, আমরা এমন মৃত্যু মেনে নিতে পারছি না। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা বলেন, ওটিতে নেওয়া পর্যন্ত রোগীর সঙ্গে সম্পৃক্ত সবার সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, নিহতের স্ত্রী সাহারা বেগম বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *