রিয়ালকে হারিয়ে ১৫ বছরের অপেক্ষা ঘোচাল আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে

রিয়ালকে হারিয়ে ১৫ বছরের অপেক্ষা ঘোচাল আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে

খেলা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ইউরোপিয়ান ইতিহাসের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় ইংলিশ জায়ান্টরা। দুই লেগ মিলিয়ে মোট ৫-১ ব্যবধানে জয় পায় মিকেল আর্তেতার শিষ্যরা।

প্রথম লেগে লন্ডনে ৩-০ গোলে হারের পর বার্নাব্যুতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নেমেছিল কার্লো আনচেলত্তির দল। প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের গতিপথ বদলায়।

৬৫ মিনিটে মিকেল মেরিনোর অ্যাসিস্ট থেকে গোল করে আর্সেনালকে এগিয়ে নেন বুকায়ো সাকা। দুই মিনিট পরই ভিনিসিয়ুস জুনিয়র সমতা ফেরান রিয়াল মাদ্রিদকে। তবে গতি-ছন্দহীন গ্যালাক্টিকোদের রুখে দেয় প্রাণবন্ত আর্সেনাল।

ম্যাচের শেষ দিকে গ্যাব্রিয়েল মার্তিনেলির দারুণ গোলে জয় নিশ্চিত করে গানাররা। ফলে নিজেদের মাঠে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

সেমিফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ হবে ফরাসি ক্লাব পিএসজি। ২০০৯ সালের পর এবারই প্রথম ইউরোপের সেরা চার দলের কাতারে ফিরল লন্ডনের ক্লাবটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *