
মাঠে খেলা মানেই চোট পাওয়া, তবে নেইমারের জন্য এটি যেন নিয়মিত ঘটনা। একের পর এক চোটে ছিটকে পড়েছেন ব্রাজিলের সুপারস্টার। গত রবিবার ছয় সপ্তাহ পর মাঠে ফিরলেও, আজ আবার চোটে পড়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
আজ অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে খেলার সময় ৩৪ মিনিটে বাঁ পায়ের ঊরুর চোটে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নেইমার। এই চোটের কারণে তার চোখ দিয়ে অঝোরে পানি পড়ছিল। যদিও সতীর্থরা তাকে সান্ত্বনা দেয়, কিন্তু তার মনোযে স্থিতি এতটাই ভেঙে গিয়েছিল যে, কষ্ট সহ্য করা ছিল কঠিন।
আজকের ম্যাচটি ছিল নেইমারের জন্য বিশেষ, কারণ এটি ছিল তার শৈশবের ক্লাব সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে শততম ম্যাচ। বিশেষ ‘১০০’ লেখা জার্সি পরেও নিয়তি তাকে কঠিন সময়ের মধ্য দিয়ে নিয়ে গেছে।
চলতি বছর, অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে চোটের কারণে খেলতে পারেননি নেইমার। এর আগেও কয়েকবার বড় চোটে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। ১৮ মাসে মাত্র ৭ ম্যাচ খেলেছেন সাবেক ক্লাব আল হিলালের হয়ে এবং এখন সান্তোসেও সেই একই চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে।