১৬ দিনে ২ কোটি টাকার আয় ঈদে চমক দেখাল জংলি সিনেমা

১৬ দিনে ২ কোটি টাকার আয় ঈদে চমক দেখাল জংলি সিনেমা

বিনোদন

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’ বক্স অফিসে চমক দেখাচ্ছে। মুক্তির পর দর্শকপ্রিয়তা পাওয়ায় সিনেমাটির চাহিদা বাড়ে, ফলে হলসংখ্যাও বাড়াতে বাধ্য হন হল মালিকরা। শাকিব খানের ‘বরবাদ’ ও আফরান নিশোর ‘দাগি’ সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেও ভালো আয় করছে ‘জংলি’।

বুধবার (১৬ এপ্রিল) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে পরিচালক এম রাহিম জানান, সিনেমাটি মুক্তির ১৬ দিনে গ্রস কালেকশন হয়েছে ২ কোটি ৬ লাখ টাকা।

তিনি লেখেন, “পরিবারের সবাই একসঙ্গে হাসছে, একসঙ্গে কাঁদছে বাংলা সিনেমা দেখে, ‘জংলি’ দেখে। আমরা নিশ্চিত, আরও হাজারো-লাখো পরিবারের হাসি-কান্নার কারণ হব।”

সিনেমাটিতে সিয়াম আহমেদকে দেখা গেছে একাধিক লুকে। তার বিপরীতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও শবনম বুবলী। সংগীত পরিচালনায় ছিলেন প্রিন্স মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *