
শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’ দেশ ছাড়িয়ে বিদেশেও সাফল্য অর্জন করেছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তির পর সিডনিতে সিনেমাটি হাউসফুল যাচ্ছে। ১২ এপ্রিল মুক্তির পর ১৫টি শো থেকে ৫টি বাড়িয়ে ২০টি শো চালানো হবে।
আগামী ২৫ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে সিনেমাটি, এবং মে মাসে সুইডেন ও ইংল্যান্ডেও এটি মুক্তি পাবে।
পরিচালক শিহাব শাহীন আশা করছেন, ‘দাগি’ দেশের বাইরে আরও বেশি জনপ্রিয় হবে, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।