
করাচির ন্যাশনাল ব্যাংক অ্যারেনায় মঙ্গলবার রাতে লাহোর কালান্দার্স ও করাচি কিংসের মধ্যকার ম্যাচ শেষে এক হৃদয়ছোঁয়া দৃশ্য ধরা পড়ে। লাহোরের বড় জয়ের পর পেসার শাহীন শাহ আফ্রিদিকে দেখা যায় নিজের ছোট ছেলে আলিয়ার আফ্রিদিকে কোলে নিয়ে মাঠজুড়ে হাঁটতে। মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে দ্রুত ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
এটাই ছিল প্রথমবার, যখন শাহীন আফ্রিদির ছেলেকে স্টেডিয়ামে দেখা গেল। এর আগে ছেলের ছবি পোস্ট করলেও মুখ প্রকাশ করেননি তিনি। এবার স্ত্রী আনসা আফ্রিদি ও পুরো পরিবারকে নিয়ে মাঠে উপস্থিত ছিলেন শাহীন। গ্যালারিতে দেখা যায় শ্বশুর শহীদ আফ্রিদির মেয়েদেরও।
ম্যাচে লাহোর কালান্দার্স ২০ ওভারে ৬ উইকেটে তোলে ২০১ রান। জবাবে করাচি কিংস অলআউট হয় মাত্র ১৩৬ রানে, ফলে লাহোর জয় পায় ৬৫ রানের বিশাল ব্যবধানে। এদিন দুর্দান্ত বোলিং করে নজর কাড়েন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন, তিনি ২৬ রানে নেন ৩টি উইকেট।
এছাড়া করাচি কিংসের পেসার হাসান আলীকেও ছোট্ট আলিয়ারকে কোলে নিয়ে খেলতে দেখা যায়, যা ম্যাচ শেষে আরও হৃদয়গ্রাহী মুহূর্ত তৈরি করে।