
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অলরাউন্ডার সাকিব আল হাসান এখনো স্বপ্ন দেখেন দেশের জার্সিতে খেলে বিদায় জানানোর। রাজনীতিতে জড়িয়ে বিতর্কে পড়া এই ক্রিকেটার বর্তমানে মাঠের বাইরে থাকলেও জাতীয় দলে ফেরার প্রবল ইচ্ছা পোষণ করেছেন।
এক ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, “হ্যাঁ, আমি সংসদ সদস্য ছিলাম, তবে এখন আর কোনো রাজনৈতিক পদে নেই। আমি এখনো দেশের হয়ে খেলতে চাই এবং চাই ভালোভাবে ক্যারিয়ার শেষ করতে। যদি সুযোগ পাই, এক সিরিজ, দুই সিরিজ বা আরও এক বছর খেলতে চাই। সেটা নির্ভর করবে পরিকল্পনার ওপর।”
তিনি আরও বলেন, “দেশের হয়ে খেলাই আমার সবচেয়ে বড় ইচ্ছা। সে জন্য ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বিসিবি সভাপতির সঙ্গে যোগাযোগ করছি।”
রাজনীতির কারণে কিছু সময়ের জন্য নিজ দেশেও ফিরতে পারছিলেন না সাকিব। তবে বর্তমানে তিনি আবারও খেলায় ফিরতে প্রস্তুত। বিসিবির কাছ থেকে প্রত্যাশিত সহায়তা না পেলেও তাঁর মধ্যে নেই কোনো অভিযোগ বা ক্ষোভ।
সাকিব বলেন, “কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। কে কীভাবে বিচার করবে সেটা তাদের বিষয়। আমি এখনো মনে করি বাংলাদেশের হয়ে খেলার মতো যোগ্যতা আমার আছে। এক বা দুই বছর খেলা সম্ভব। সবকিছু সদিচ্ছার ওপর নির্ভর করে, আর সেই সদিচ্ছা আসতে হবে উপরের পর্যায় থেকে।”
সাকিবের এ বক্তব্য নতুন করে আশার সঞ্চার করেছে ভক্ত-সমর্থকদের মাঝে, যারা এখনো মাঠে তাঁর জাদুকরী পারফরম্যান্স দেখার অপেক্ষায়।