পিএসএলে নজরকাড়া রিশাদ সর্বোচ্চ উইকেট শিকারি এখন এই লেগ স্পিনার

পিএসএলে নজরকাড়া রিশাদ সর্বোচ্চ উইকেট শিকারি এখন এই লেগ স্পিনার

খেলা

প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন রিশাদ হোসেন, কিন্তু পারফরম্যান্সে তা বোঝার উপায় নেই। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নেমেই একের পর এক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করছেন এই বাংলাদেশি লেগ স্পিনার।

অভিষেক ম্যাচেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩১ রানে ৩ উইকেট নিয়ে নজর কাড়েন রিশাদ। এরপর করাচি কিংসের বিপক্ষে ২৬ রানে নেন আরও ৩ উইকেট। মাত্র দুই ম্যাচেই ৬ উইকেট নিয়ে এখন তিনি পিএসএল ১০-এর সর্বোচ্চ উইকেট শিকারি।

রিশাদের বোলিংয়ের প্রশংসা করেছেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার স্যাম বিলিংস। তিনি বলেন, “ওর বোলিং রশিদ খানের কথা মনে করিয়ে দেয়। রিস্ট স্পিনার হিসেবে সে অসাধারণ, মাঝের ওভারগুলোতে উইকেট আনার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে।”

লাহোর কালান্দার্সও সামাজিক মাধ্যমে রিশাদের ‘স্পিনিং ম্যাজিক’ বলে আখ্যা দিয়ে তার ছবি শেয়ার করেছে, যেখানে তিনি ‘ফজল মাহমুদ ক্যাপ’ পরে আঙুল দিয়ে দেখাচ্ছেন টুর্নামেন্টের সেরা উইকেট শিকারির সম্মান।

রিশাদের এমন উড়ন্ত শুরুতে মুগ্ধ লাহোরের মালিক ও সতীর্থরা। তার প্রতি ভরসা আর প্রত্যাশা—দুটোই এখন অনেক বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *