টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র গড়মিলে হতাশ শিক্ষার্থীরা দায়িত্বে অবহেলায় দুই কর্মকর্তার অব্যাহতি

টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র গড়মিলে হতাশ শিক্ষার্থীরা দায়িত্বে অবহেলায় দুই কর্মকর্তার অব্যাহতি

টাঙ্গাইল টাঙ্গাইল সদর শিক্ষা

টাঙ্গাইল সদর উপজেলার শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে শিক্ষার্থীরা ভুল সেটের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় এই ঘটনা ঘটে। ফলে পরীক্ষা নিয়ে চরম হতাশায় পড়েছে শিক্ষার্থীরা।

জানা গেছে, বোর্ড নির্ধারিত ১ নম্বর সেটের পরিবর্তে কেন্দ্রটিতে ৩ নম্বর সেট প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। তবে জেলার অন্যান্য কেন্দ্রগুলোতে ঠিকভাবে ১ নম্বর সেটেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনায় শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের ট্যাগ অফিসার ও সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক শেখ মো. মুসা এবং সহকারী কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক শামছুল আলমকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

এই কেন্দ্রে অগ্রণী উচ্চ বিদ্যালয়, শাহরিয়ার হাসান উচ্চ বিদ্যালয়, চৌধুরী মালঞ্চ উচ্চ বিদ্যালয় ও মিন্টু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মোট ২৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার পরই শিক্ষার্থীরা জানতে পারে তারা ভিন্ন সেটে পরীক্ষা দিয়েছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক শামছুল আলম বলেন, ‘‘১০ এপ্রিল মোবাইলে আসা বার্তার ভিত্তিতে ভুলক্রমে ৩ নম্বর সেট বিতরণ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না, তাদের উত্তরপত্র বিশেষভাবে মূল্যায়ন করা হবে।’’

ট্যাগ অফিসার শেখ মো. মুসা জানান, যথারীতি পরীক্ষা পূর্বে বার্তা মিলিয়ে দেখা হয়নি, যার ফলে এই ভুল হয়েছে।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্চয় কুমার মহন্ত জানান, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বোর্ড পরীক্ষার্থীদের উত্তরপত্র বিশেষভাবে মূল্যায়নের আশ্বাস দিয়েছে, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *