
১৮৮৯ সালের ১৬ এপ্রিল লন্ডনে জন্ম নেওয়া স্যার চার্লস স্পেনসার চ্যাপলিন জুনিয়র ছিলেন বিশ্ব চলচ্চিত্রের এক অবিস্মরণীয় নাম। অভিনেতা, পরিচালক ও সুরকার হিসেবে তার ক্যারিয়ার দীর্ঘ প্রায় ৭৫ বছর। মূক অভিনয়ে অনন্য এই শিল্পী ‘দ্য কিড’ (১৯২১), ‘সিটি লাইটস’ (১৯৩১), ‘মডার্ন টাইমস’ (১৯৩৬) ও ‘দ্য গ্রেট ডিক্টেটর’ (১৯৪০)-এর মতো কালজয়ী চলচ্চিত্র উপহার দিয়েছেন।
হিটলারের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক ভূমিকা এবং সমাজতন্ত্রপ্রীতির অভিযোগে যুক্তরাষ্ট্রে বিতর্কিত হয়ে পড়েন চ্যাপলিন। শেষ জীবন কাটান সুইজারল্যান্ডে, সেখানেই ১৯৭৭ সালের বড়দিনে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর চুরি হয় তাঁর কফিন, তবে তা উদ্ধার করা হয় নিরাপদে।
আজও তাঁর তৈরি চলচ্চিত্রগুলো বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের অনুপ্রেরণার উৎস। চার্লি চ্যাপলিন ছিলেন নিঃশব্দ কণ্ঠে বলার এক অনন্য জাদুকর।