
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। মঙ্গলবার (১৫ এপ্রিল) অ্যাস্টন ভিলার মাঠে দ্বিতীয় লেগে ৩-২ গোলে হারলেও, দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের ব্যবধানে এগিয়ে থেকে পরের রাউন্ড নিশ্চিত করে ফরাসি জায়ান্টরা।
প্রথম লেগে পিএসজি ৩-১ গোলে জয় পায়। দ্বিতীয় লেগে ভিলা পার্কে খেলতে গিয়ে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পিএসজি। ১১ মিনিটে আশরাফ হাকিমির গোল এবং ২৭ মিনিটে মেন্দেসের শটে দুই লেগ মিলিয়ে এগিয়ে যায় তারা ৫-১ ব্যবধানে।
তবে হাল ছাড়েনি অ্যাস্টন ভিলা। ৩৪ মিনিটে ইউরি টিয়েলেমান্স ও দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ম্যাকগিন গোল করে ম্যাচে ফেরার আভাস দেন। এরপর ৫৭ মিনিটে এজরি কনস্টার গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-২। কিন্তু বাকি সময়ে আর কোনো গোল না আসায় জিতেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয় ইংলিশ ক্লাবটিকে।
অন্যদিকে, ছন্দে থাকা পিএসজি এগিয়ে গেল সেমিফাইনালের পথে।