
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে দুর্দান্ত ছন্দে আছে টাইগ্রেসরা। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে দুর্দান্ত শুরু করে রুমানা-নিগাররা। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে দুই উইকেটে হারিয়ে শক্ত অবস্থান তৈরি করেছে তারা।
বড় ব্যবধানে জয়ের ফলে বাংলাদেশের নেট রান রেট এখন ইতিবাচক এবং তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। তবে সামনে রয়েছে আরও কঠিন চ্যালেঞ্জ—স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ।
বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে হলে এই তিন ম্যাচের মধ্যে কমপক্ষে দুটি জয় প্রয়োজন বাংলাদেশের। একটি জয়েও সুযোগ থাকবে, তবে নির্ভর করতে হবে অন্য ম্যাচের ফলাফল ও রান রেটের ওপর।
অন্যদিকে, স্কটল্যান্ডও দারুণ ছন্দে রয়েছে। তারা তিন ম্যাচে দুটি জয় তুলে নিয়েছে—ওয়েস্ট ইন্ডিজকে ১১ রানে এবং থাইল্যান্ডকে ৫৮ রানে হারিয়েছে। হেরেছে কেবল পাকিস্তানের বিপক্ষে।
আজকের ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয় মানেই বিশ্বকাপের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া, হার মানেই জটিল সমীকরণের মুখে পড়া। তাই গাদ্দাফি স্টেডিয়ামে হতে যাচ্ছে এক হাইভোল্টেজ লড়াই।