ভারতের বিপক্ষে সাদা বলের ৬ ম্যাচের চারটিই মিরপুরে

ভারতের বিপক্ষে সাদা বলের ৬ ম্যাচের চারটিই মিরপুরে

খেলা

স্লো ও টার্নিং উইকেট নিয়ে ব্যাপক সমালোচনার পরও ভারতের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের চারটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে। আজ বিসিবি নিশ্চিত করেছে, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির এই সিরিজের প্রথম দুই ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

১৩ আগস্ট ঢাকায় পা রাখবে ভারত। সিরিজের তৃতীয় ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩ ও ২৬ আগস্ট। বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ২৯ ও ৩১ আগস্ট, মিরপুরে।

বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘সিরিজটি আমাদের হোম ক্যালেন্ডারের অন্যতম প্রতীক্ষিত আয়োজন। ভারত আন্তর্জাতিক ক্রিকেটে এক শক্তিশালী প্রতিপক্ষ, ফলে দর্শকদের আগ্রহ থাকবে তুঙ্গে।’

ভারত দল ১ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবে। এই সিরিজেই প্রথমবার বাংলাদেশের মাটিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত টি-টোয়েন্টি সিরিজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *