
আসন্ন জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে সিলেটে টানা তৃতীয় দিনের মতো অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগেই শুরু হয় আজকের ট্রেনিং সেশন।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় অনুশীলন শুরুর কথা থাকলেও টাইগাররা অজানা কারণে সকাল সাড়ে ৮টায় মাঠে নামে। ফিল সিমন্সের নেতৃত্বে পুরো স্কোয়াড মুশফিকুর রহিমের দোয়ার মাধ্যমে অনুশীলনের সূচনা করে।
ওয়ার্ম আপ শেষে যখন সকাল ১০টায় মাঠে পৌঁছায় সাংবাদিকরা, তখন বিসিবি জানায়—ক্রিকেটারদের অনুরোধে আজকের সেশন হবে ক্লোজড ডোরে, অর্থাৎ মিডিয়ার উপস্থিতি ছাড়াই।
উল্লেখ্য, ২০ এপ্রিল রোববার সিলেটে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ।