৯ বছর পর আবাহনীকে হারিয়ে ইতিহাস গড়ল মোহামেডান

৯ বছর পর আবাহনীকে হারিয়ে ইতিহাস গড়ল মোহামেডান

খেলা

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বহু প্রতীক্ষিত এক জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে তারা জয় পায় ৩৯ রানে। এই জয়ের মাধ্যমে প্রায় ৯ বছর ও ১১ ম্যাচ পর ওয়ানডে ফরম্যাটে আবাহনীর বিপক্ষে জয় পেল মোহামেডান।

টস হেরে আগে ব্যাট করে মোহামেডান ২৬৪ রান করে অলআউট হয় ৪৮.২ ওভারে। দলের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন ওপেনার আনিসুল হক। ১১৮ বলে ১১৪ রানের ইনিংসে ছিল ১৮ চার ও ২ ছক্কা। মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৪৮ রান। আবাহনীর পক্ষে নাহিদ রানা ৩টি, মৃত্যুঞ্জয়, মাহফুজুর ও রাকিবুল ২টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে আবাহনী ৪৭.২ ওভারে ২২৫ রানেই থেমে যায়। শান্ত করেন ৮০ রান, কিন্তু অন্যপ্রান্ত থেকে কেউ দাঁড়াতে না পারায় হার এড়ানো সম্ভব হয়নি। ইবাদত হোসেন ৪টি এবং মিরাজ ও সাইফউদ্দিন ২টি করে উইকেট শিকার করেন।

এই জয়ের ফলে ১১ ম্যাচে ৯টি জয় নিয়ে পয়েন্ট তালিকায় ১৮ পয়েন্ট নিয়ে আবাহনীকে ধরে ফেলেছে মোহামেডান। দুই দলই এখন সুপার লিগে টাইটেল দৌড়ে সমানতালে এগিয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *