প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনি শিশুদের জন্য ১ লাখ রুপি ঘোষণা মুলতানের

প্রতি ছক্কা-উইকেটে ফিলিস্তিনি শিশুদের জন্য ১ লাখ রুপি ঘোষণা মুলতানের

খেলা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের শুরুতেই নজিরবিহীন মানবিক উদ্যোগ নিয়েছে মুলতান সুলতানস। মাঠের চার-ছক্কা বা বোলারের উইকেট শুধু খেলার আনন্দেই সীমাবদ্ধ রাখেনি তারা—এসব সাফল্যকে তারা রূপান্তর করছে ফিলিস্তিনি শিশুদের সহায়তায়।

শনিবার (১২ এপ্রিল) করাচির বিপক্ষে ম্যাচের আগে টস করতে এসে মুলতান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ঘোষণা দেন, দলের প্রতিটি চার, ছক্কা এবং উইকেটের জন্য নির্দিষ্ট অঙ্কের অনুদান যাবে গাজার শিশুদের সহায়তায়। তিনি বলেন, “আমরা চাই আমাদের প্রতিটি পারফরম্যান্স যেন মানবতার জন্য কিছু বয়ে আনে।”

প্রথম ম্যাচে তারা ২৩৪ রানের বড় স্কোর গড়ে, যেখানে ছিল ৮টি ছক্কা ও ২৩টি চার। বোলাররাও উইকেট শিকার করেছেন দারুণভাবে। এর মাধ্যমে ১৫ লাখ পাকিস্তানি রুপি ইতোমধ্যেই জমা হয়েছে মানবিক তহবিলে।

এর আগে, দলটির মালিক আলী খান তারিন জানান, প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য ১ লাখ রুপি করে সহায়তা দেয়া হবে ফিলিস্তিনের জন্য। তার কথায়, “এটা শুধু খেলা নয়, এটা মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ।”

আগামী ১৬ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে মুলতান সুলতানস। ম্যাচের উত্তেজনার সঙ্গে এবার মানবিক আবেগও ছুঁয়ে যাবে দর্শকদের হৃদয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *