
জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা সুমন আনোয়ার পিতা হারালেন। রোববার (১৩ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগময় পোস্টের মাধ্যমে এই দুঃসংবাদ জানান তিনি।
সকাল সাড়ে ৬টার দিকে দেওয়া ওই পোস্টে সুমন আনোয়ার লেখেন, “আজ ভোরে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন।”
এ খবরে শোক নেমে এসেছে তার সহকর্মী, বন্ধু ও ভক্ত-অনুরাগীদের মাঝে। অনেকে শোক জানিয়ে কমেন্টে তার বাবার আত্মার মাগফেরাত কামনা করেন।
সুমন আনোয়ার আরও জানান, আজ বাদ জোহর ধানমন্ডি ১৫ নম্বর স্টাফ কোয়ার্টারের পেছনে হাতেমবাগ জামে মসজিদে তার বাবার জানাজা অনুষ্ঠিত হবে। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
বিনোদন অঙ্গনের সহকর্মীরা সুমন আনোয়ারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।