
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে শাস্তির মুখে পড়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাওহীদ হৃদয় ও পেসার ইবাদত হোসেন চৌধুরী। ঢাকা প্রিমিয়ার লিগে আজ (শনিবার) আবাহনীর বিপক্ষে ম্যাচে ঘটনাটি ঘটে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
খেলার সময় আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করায় হৃদয়কে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে, সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ইবাদতের উপর আরোপ করা হয়েছে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩টি ডিমেরিট পয়েন্ট।
মোহামেডান ক্লাব ও সংশ্লিষ্ট খেলোয়াড়রা জরিমানার বিষয়টি হালকা করার আবেদন করলে ম্যাচ রেফারি নেয়ামুর রশিদ রাহুল অর্থদণ্ড মওকুফ করেন। তবে হৃদয়ের এক ম্যাচের নিষেধাজ্ঞা বহাল থাকে।
ফলে সুপার লিগের প্রথম ম্যাচে তাওহীদ হৃদয়কে ছাড়াই মাঠে নামতে হবে মোহামেডানকে। এর আগে হৃদরোগজনিত কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দলের অভিজ্ঞ তারকা তামিম ইকবাল।