
স্প্যানিশ লা লিগায় আত্মঘাতী গোলের সৌজন্যে লেগানেসের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় তুলে নিয়েছে বার্সেলোনা। রবিবার রাতে পাওয়া এই জয়ে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকল হান্সি ফ্লিকের দল, আর শিরোপার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল কাতালান জায়ান্টরা।
ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও, গোলের দেখা পাচ্ছিল না দুই দলই। প্রথমার্ধে বার্সা ছয়টি শট নিলেও কোনোটিই ছিল না লক্ষ্যে। অন্যদিকে, লেগানেসের নেওয়া তিন শটের একটি ছিল বার্সার গোলপোস্টমুখী।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ভাগ্য সহায় হয় বার্সার। ৪৮তম মিনিটে রাফিনিয়ার পাস লেগানেসের এক ডিফেন্ডারের পায়ে লেগে নিজ জালেই প্রবেশ করে, আর সেটাই ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোল হয়ে দাঁড়ায়।
পরবর্তীতে উভয় দল একাধিক গোলের সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত আত্মঘাতী গোলের সুবাদেই মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই জয়ে ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বার্সা। ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ এবং সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। লিগের বাকি ম্যাচগুলো এখন বার্সার জন্য শিরোপা ধরে রাখার লড়াই।