“টি-টোয়েন্টি ম্যাচ মিরপুরে নয় ঢাকার বাইরে দেওয়া উচিত” মিরাজের পরামর্শ

“টি-টোয়েন্টি ম্যাচ মিরপুরে নয় ঢাকার বাইরে দেওয়া উচিত” মিরাজের পরামর্শ

খেলা

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পিচ নিয়ে ক্রিকেটারদের দীর্ঘদিনের অভিযোগ নতুন কিছু নয়। এক সময় সাকিব বলেছিলেন, ‘মিরপুরে খেললে ক্যারিয়ার শেষ হয়ে যাবে।’ তামিম একে বলেছিলেন ‘হরিবল উইকেট’। এবার সেই তালিকায় নাম লেখালেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

শুক্রবার (৯ এপ্রিল) বিএসপিএ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অংশ নিয়ে মিরাজ বলেন, মিরপুরের স্লো-লো ও টার্নিং উইকেট টি-টোয়েন্টি প্রস্তুতির জন্য উপযোগী নয়। বরং দেশের অন্য ভেন্যুতে খেলা হলে দল ট্রু উইকেটে খেলার অভিজ্ঞতা পাবে।

তিনি বলেন, “বিশ্বকাপে ভালো উইকেটে খেলা হয়। তাই এখানেও ট্রু উইকেটে খেলা উচিত, যাতে ব্যাটাররা শট খেলতে শেখে আর বোলাররাও উপযোগী হতে পারে।”

আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে অন্তত ২০টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এসব ম্যাচে সঠিক প্রস্তুতি নিতে মিরাজ চান মিরপুরের বাইরে ম্যাচ আয়োজন হোক।

এদিন বছরের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন মিরাজ। ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও আর্চার সাগর ইসলামকে পেছনে ফেলে জিতে নেন ‘স্পোর্টস পারসন অব দ্য ইয়ার’ পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *