
মিশরীয় তারকা মোহামেদ সালাহ লিভারপুলের সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি করেছেন। আগের চুক্তির মেয়াদ শেষ হচ্ছিল চলতি গ্রীষ্মে, তবে ভক্তদের গুঞ্জনের অবসান ঘটিয়ে অ্যানফিল্ডেই থাকার সিদ্ধান্ত নিলেন তিনি।
২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া সালাহ এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৩৯৩ ম্যাচে ২৪৩ গোল ও ১০৯টি অ্যাসিস্ট করেছেন। নতুন চুক্তির ফলে এই সংখ্যাগুলো আরও বাড়ানোর সুযোগ পাবেন এই ফরোয়ার্ড।
চুক্তির পর সালাহ বলেন, “আমি খুব খুশি। আমাদের দলে ভালো খেলোয়াড় আছে, এবং আমি বিশ্বাস করি আমরা আরও শিরোপা জিততে পারি। আট বছর কেটেছে এখানে, আশা করছি তা দশ বছরে পৌঁছাবে।”
চলতি মৌসুমে সালাহ সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৩২ গোল, যার ২৭টি এসেছে প্রিমিয়ার লিগে। লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুল এগিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১১ পয়েন্টে, বাকি মাত্র সাতটি ম্যাচ।
সালাহ লিভারপুলের হয়ে এরই মধ্যে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ ও ক্লাব বিশ্বকাপের মতো শিরোপা। নতুন চুক্তির মাধ্যমে লাল শিবিরে তার ইতিহাস আরও সমৃদ্ধ হতে চলেছে।