
পিএসএলে আজ মুলতান সুলতানসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে করাচি কিংস। তবে আলোচনায় কে থাকবেন উইকেটের পেছনে—লিটন দাস নাকি টিম সেইফার্ট?
দলের বিদেশি কোটায় জায়গা করে নিতে একজনই খেলতে পারবেন। সাম্প্রতিক ফর্মে এগিয়ে সেইফার্ট, পাকিস্তানের বিপক্ষে খেলেছেন ৯৭ রানের ইনিংস। তবে তিনি কিপিং করেননি সাম্প্রতিক সিরিজে।
অন্যদিকে লিটন ডিপিএলে ফিরেছেন ফর্মে, পাঁচ ম্যাচে দুটি ফিফটি, আছে কিপিং পারফরম্যান্সও। টসের পরই জানা যাবে কে জায়গা পাচ্ছেন আজকের একাদশে।