
আট বছরের পথচলার ইতি টানলেন বিরাট কোহলি ও পুমা। জার্মান স্পোর্টসওয়্যার ব্র্যান্ডটির সঙ্গে নতুন করে চুক্তি না করে নিজের লাইফস্টাইল ব্র্যান্ড ‘ওয়ান৮’কে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দিতে চাইছেন এই তারকা ক্রিকেটার।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, পুমা কোহলিকে প্রায় ৩০০ কোটি টাকার প্রস্তাব দিলেও তিনি তা ফিরিয়ে দিয়েছেন। ২০১৭ সালে পুমার সঙ্গে তার ১১০ কোটির বড় চুক্তি হয়েছিল।
এবার তিনি যুক্ত হচ্ছেন নতুন স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘অ্যাগিলিটাস’-এর সঙ্গে, যা প্রতিষ্ঠা করেছেন পুমা ইন্ডিয়ার সাবেক এমডি অভিষেক গাঙ্গুলি।
পুমা এক বিবৃতিতে কোহলির বিদায় নিশ্চিত করে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে।
এদিকে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত ফর্মে আছেন কোহলি, ব্যাট হাতে এনে দিচ্ছেন জয়ও।