
আইপিএলের চলতি আসরে বড় ধাক্কা খেলো পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্স। দলের কিউই অলরাউন্ডার গ্লেন ফিলিপস কুঁচকির চোটে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।
৬ এপ্রিল হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে একাদশে না থাকলেও বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামেন ফিলিপস। চতুর্থ ওভারে ফিল্ডিং করার সময় কুঁচকিতে টান লাগে তার। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়তে হয় তাকে।
এক সপ্তাহ পর গুজরাট টাইটান্স নিশ্চিত করে, চোট গুরুতর হওয়ায় চলতি আইপিএলে আর খেলা হচ্ছে না ফিলিপসের। তিনি ইতোমধ্যেই ভারত ছেড়ে নিউজিল্যান্ডে ফিরে গেছেন। তার সেরে উঠতে কত সময় লাগবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
এর আগে ৩ এপ্রিল ব্যক্তিগত কারণে আইপিএল ছাড়েন আরেক বিদেশি তারকা কাগিসো রাবাদা। সাতজন বিদেশি নিয়ে আসর শুরু করলেও গুজরাটের স্কোয়াডে এখন বাকি রইল মাত্র পাঁচজন বিদেশি ক্রিকেটার।
এই মুহূর্তে পাঁচ ম্যাচে চার জয় নিয়ে গুজরাট টাইটান্স রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আজ তাদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস।