
ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে গান তৈরি করলেন সংগীতশিল্পী জাহিদ নিরব। ‘আকাশে উড়ছে মৃত লাশ’ শিরোনামের এই প্রতিবাদী গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, কনা, আনিশা, মহাবী, নিবির, তুষার ও নাইম।
গানটির কথা লিখেছেন তুষার রহমান, সুর ও সংগীতায়োজন করেছেন নিরব নিজেই। গানের অনুপ্রেরণা এসেছে গাজা থেকে ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে, যেখানে বিস্ফোরণে আকাশে ছিটকে পড়া মৃতদেহ দেখা যায়।
নিরব বলেন, “এটা শুধু গান নয়, এক আর্তনাদ। যুদ্ধ চাই না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তোলাই দায়িত্ব।”
গানটি রেকর্ড হয়েছে ‘সাউন্ড অব সাইলেন্স’ স্টুডিওতে এবং সাউন্ড ডিজাইন করেছেন সুমন পারভেজ।