ঈদের ছবির গানে এক কোটির বেশি ভিউ ‘চাঁদ মামা’ ও ‘কন্যা’

ঈদের ছবির গানে এক কোটির বেশি ভিউ ‘চাঁদ মামা’ ও ‘কন্যা’

বিনোদন

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ছয়টি ছবির গানের মধ্যে দুটি গান দর্শক-শ্রোতার মাঝে বেশ আলোড়ন তুলেছে—‘জ্বীন ৩’-এর ‘কন্যা’ এবং ‘বরবাদ’-এর ‘চাঁদ মামা’। গান দুটি এখন ইউটিউবে এক কোটির বেশি ভিউ অর্জনের মাধ্যমে ঈদের সিনেমার প্রথম দুই গান হিসেবে কোটির ক্লাবে প্রবেশ করেছে।

‘চাঁদ মামা’ গানটি ২৮ মার্চ রিয়েল এনার্জি প্রডাকশনের ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকে মাত্র ১১ দিনেই এক কোটি ছাড়ায়। একই গানের প্রীতম হাসানের চ্যানেলেও ভিউ ৬৫ লাখের বেশি। গানটি লিখেছেন, সুর ও সংগীত দিয়েছেন প্রীতম নিজেই; সঙ্গে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। গানের দৃশ্যে রয়েছেন শাকিব খান ও ভারতের নুসরত জাহান।

অন্যদিকে, ‘জ্বীন ৩’ সিনেমার ‘কন্যা’ গানটি ইউটিউবে এসেছে ১৭ মার্চ। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও কণা। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। গানটির ভিউ ইতোমধ্যে এক কোটি দুই লাখ ছাড়িয়েছে। এতে দেখা গেছে নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজলকে।

উৎসবমুখর পরিবেশে প্রকাশিত গান দুটিকে ঘিরে ফেসবুক রিল, শর্টস ও টিকটকে ব্যাপক চর্চা চলছে। এমনকি কিংবদন্তি শিল্পী রুনা লায়লাও ‘কন্যা’ গানটি শেয়ার করে প্রশংসা করেছেন।

ঈদের বিনোদন জগতে এবার গানই যেন বাজিমাত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *